কয়েকদিন পরই শেষ হতে যাচ্ছে খ্রিষ্টীয় দিনপঞ্জির সাল ২০২১। বছরটিকে করোনাভাইরাস মহামারি আর লকডাউনের বছর হিসাবে বিবেচনা করা হয়। প্রযুক্তিশিল্পের দৃষ্টিকোণ থেকে ২০২১ সালকে চিপ সংকটের বছর বলাও যায়। বৈশ্বিক চিপ সংকট আর সীমিত সরবরাহব্যবস্থার মধ্যেও ব্যবহারকারীদের জন্য নানারকম প্রযুক্তিপণ্য আর সেবা এসেছে বছরজুড়ে। ‘ফিরে দেখা ২০২১’-এর ১ম পর্বে বছরব্যাপী জনপ্রিয় প্রযুক্তিপণ্য নিয়ে বিস্তারিত লিখেছেন- সাইফ আহমাদ
শ্রেণিভিত্তিক তালিকাগুলোর শুরুতেই যেসব স্মার্টফোন, স্মার্টওয়াচ ও এয়ারবাডস রয়েছে-
বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় টেক জায়ান্ট অ্যাপল ইতোমধ্যে তিন লাখ কোটি ডলার বাজারমূল্যের দোরগোড়ায় পৌঁছেছে। তবুও প্রতিষ্ঠানটি নতুন সিরিজের আইফোনের বেলায় প্রত্যাশা অনুযায়ী চাহিদা পাচ্ছে না, এমন ইঙ্গিত মিলেছে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে। তাই তো আইফোন নেই বছরের সেরা প্রযুক্তি পণ্যের তালিকায়।
বছরের শীর্ষ স্মার্টফোন, স্মার্টওয়াচ ও এয়ারবাডস-
১. স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্টা ৫জি; ২. ওয়ান প্লাস ৯; ৩. গুগল পিক্সেল ৬ ৪; গুগল পিক্সেল ৬ প্রো; ৫. অ্যাপল আইফোন ১৩ এবং মিনি; ৬. আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্স; ৭. গার্মিন ভেনু ২; ৮. অ্যাপল ওয়াচ সিরিজ ৭; ৯. ফিটবিট চার্জ ৫; ১০. সনি ডব্লিউএফ-১০০০এক্সএম৪।
শ্রেণিভিত্তিক তালিকাগুলোর শুরুতেই যেসব কম্পিউটার, ল্যাপটপ ও গেমিং রয়েছে-
এ বছর অ্যাপলের আইফোন খুব বেশি সুবিধা করতে না পারলেও কম্পিউটার, ল্যাপটপ আর সেরা গেমিং আনুষঙ্গিকের তালিকায় শীর্ষ তিনের মধ্যেই আছে প্রতিষ্ঠানটির নতুন ম্যাকবুক।
বছরের শীর্ষ কম্পিউটার, ল্যাপটপ ও গেমিং-
১. ডেল এক্সপিএস ১৩ ওএলইডি; ২. অ্যাপল ম্যাকবুক প্রো ১৬ ইঞ্চি; ৩. এসার ক্রোসবুক স্পিন ৭১৩; ৪. ডেল ইনস্পাইরন ১৬ প্লাস; ৫. এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩ ৬.; রেজার ব্লেড ১৪ ৭.; ডেল ৪কে আল্ট্রাশার্প ওয়েবক্যাম ৮; রেজার ভাইপার ৮কে মাউস ৯; নিনটেনডো সুইচ ওএললইডি ১০; অ্যাপল আইপ্যাড (নবম প্রজন্ম)।
শ্রেণিভিত্তিক তালিকাগুলোর শুরুতেই যেসব সার্ভিস ও সফটওয়্যার রয়েছে-
প্রযুক্তি পণ্যের তুলনায় প্রযুক্তিনির্ভর সেবার তালিকা তুলনামূলক কিছুটা ছোটই বলা যায়। এসব সার্ভিস ও সফটওয়্যারের শীর্ষ স্থানটি ধরে রেখেছে স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স। যদিও এ তালিকায় ভাষা শেখার অ্যাপ ডুওলিঙ্গর উপস্থিতি মনে করিয়ে মহামারি থেকে এখনো মুক্তি মেলেনি। অনেকেই ঘরে বসে নতুন ভাষা শেখার মাধ্যম হিসাবে নির্ভর করছেন স্মার্টফোন অ্যাপের ওপর।
বছরের শীর্ষ প্রযুক্তিনির্ভর সেবার তালিকায় আছে- ১. নেটফ্লিক্স; ২. ডিজনি প্লাস, ৩. জুম, ৪. এক্সবক্স গেম পাস আলটিমেট; ৫. অ্যাপল আর্কেড; ৬. প্রোকিয়েট; ৭. ডুওলিঙ্গো।