আন্তর্জাতিক ডেস্ক:
গত মার্চে ভারতের উত্তরপ্রদেশের এক তরুণ নিখোঁজ হয়। তরুণের পরিবার পুলিশে অভিযোগ করার জানা যায়, তাকে হত্যা করা হয়েছে। তারও ছয় মাস পর ওই তরুণের খুন হওয়ার রহস্যের কিনারা করতে পেরেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত জটিলতার জেরেই বন্ধুর হাতে খুন হয়েছিলেন ওই তরুণ।
পুলিশ আরও জানিয়েছে, মৃত ওই তরুণের নাম নাসিম। তিনি মেরঠ জেলার কিথোরে শহরের বাসিন্দা। হিনা নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। হিনার সঙ্গে গড়মুক্তেশ্বরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। গত ১৭ মার্চ নিখোঁজ হয়ে যা। চার দিন পর ২৩ মার্চ নাসিমের পরিবারের স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে।
এর পরই তদন্তে নামে পুলিশ। এর কয়েকদিন পর আমরোহা জেলা থেকে তার মরদেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাসিম এবং হিনা যেখানে থাকতেন সেখানে নিয়মিত যাতায়াত ছিল দানিশের। দানিশ নাসিমের বন্ধু। কিন্তু হিনার সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে দানিশের। যা নিয়ে নাসিমের সঙ্গে বিবাদ শুরু হয়েছিল।
বিবাদ এক সময় দ্বন্দ্বে পরিণত হয়। এরপর নাসিমকে খুন করে দানিশ। পরে হিনার সঙ্গে একসঙ্গে বসবাস করতে শুরু করে। খুনের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত। পুলিশ দানিশ এবং হিনাকে গ্রেফতার করেছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা