প্রযুক্তি ডেস্ক,
গ্রিনল্যান্ডের বরফের চূড়ায় রেকর্ডকৃত ইতিহাসে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে। ডেনমার্কের বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণেই বিরল এ ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ অগাস্ট গ্রিনল্যান্ডের ৩২১৬ মিটার উঁচু বরফচূড়ায় কয়েক ঘণ্টা ধরে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ জানা যায়নি। অঞ্চলটিতে বৃষ্টিপাত অপ্রত্যাশিত বলে প্রস্তুতি না থাকায় আকস্মিক ওই বৃষ্টি রেকর্ড করা যায়নি বলে জানান বিজ্ঞানীরা।
ডেনমার্কের আবহাওয়া ইনস্টিটিউটের গবেষক মার্টিন স্টেন্ডেল এএফপিকে বলেন, ‘এটি একটি চরম ঘটনা, যা আগে কখনো ঘটেনি। সম্ভবত এটি বৈশ্বিক উষ্ণতার লক্ষণ। গত দুই হাজার বছরে গ্রিনল্যান্ডে বরফের চূড়ায় তাপমাত্রা ৯ বার হিমাঙ্কের উপরে উঠেছে। এর মধ্যে গত ১০ বছরে এ নিয়ে ৩ বার। কিন্তু আগে কখনোই বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি।’
গ্রিনল্যান্ডে অস্বাভাবিক গরম তাপমাত্রা দেখা গেছে। উত্তর গ্রিনল্যান্ডে এবারের গ্রীষ্মে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর ফলে দ্বীপের বড় অংশে বরফ গলতে দেখা গেছে সে সময়।
গত ১২ হাজার বছরের মধ্যে এখনই সবচেয়ে দ্রুতগতিতে গলছে গ্রিনল্যান্ডের বরফ। ২০১৯ সালে প্রতি মিনিটে অঞ্চলটি প্রায় ১০ লাখ টন বরফ হারিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, গ্রিনল্যান্ডের বরফ এখন আশঙ্কাজনক অবস্থায় আছে। বিশ্বের তাপমাত্রা যদি বাড়তেই থাকে, এ বরফ গলে পুরোপুরি পানি হতে বেশি সময় লাগবে না।
বিএসডি/আইপি