নিজস্ব প্রতিবেদক:
বরিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর নবগ্রাম রোডে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এই মেরা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগীতায় এই মেলা অনুষ্ঠিত হয়। সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা চেম্বার সভাপতি সাউদুর রহমান।
বক্তব্য রাখেন বরিশাল ডেইরী এবং প্রোল্টিফার্মাস এসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ সহ অন্যান্যরা।
প্রদর্শনী মেলার ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতীর পশু-পাখি, বিদেশী বিভিন্ন জাতের ছাগল, মরুর দেশের দুম্বা, ব্রাহমা জাতের ষাঁড়, কবুতর, ডেনিজ বিউটি, গ্রিজার, টার্কি ও উন্নত জাতের ঘাস প্রদর্শন করা হয়।
এছাড়া মেলায় ঔষধ কোম্পনীর ঔষধপত্র, টিকা ও বীজ এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, বরিশাল কৃত্রিম প্রজনন অনুসন্ধান গবেষনাগারের যন্ত্রপাতি প্রদর্শন করা হয় মেলায়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন