আন্তর্জাতিক ডেস্ক:
মোরালেস দেশ ছেড়ে পালানোর পর সবচেয়ে জ্যেষ্ঠ সিনেটর হিসেবে তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হন আনেজ। তবে মোরালেসের মাস সোস্যালিস্ট পার্টির সদস্যরা অভিযোগ করেন, পুলিশ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আনেজই মোরালেসকে উৎখাতের পরিকল্পনা সাজিয়েছিলেন।
২০২০ সালে প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ব্যাপক জয় পায় মাস সোস্যালিস্ট পার্টি। এর মধ্য দিয়ে আর্জেন্টিনা থেকে বলিভিয়ায় ফেরার এবং দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয় মোরালেসের জন্য। তাঁর সহকর্মী লুই আরচে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০২১ সালের মার্চে আটক হন আনেজ।
গতকালের রায় ঘোষণার পর আনেজের আইনজীবী বলেন, ন্যায়বিচার পেতে আন্তর্জাতিক সংস্থাগুলোয় আপিল করবেন তিনি।
বিএসডি/ এমআর