ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (৬০- এ) ব্যাচের শিক্ষার্থী ফারদিন আলম প্রান্ত মেরুদন্ডের হাড় বৃদ্ধি জনিত রোগ “ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ” এ আক্রান্ত হয়েছে।
মেধাবী শিক্ষার্থী প্রান্ত রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার জন্য দোয়া এবং সহযোগিতা চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা। প্রান্তের অপারেশন এর জন্য প্রায় ২.৫ লক্ষ্য টাকার প্রয়োজন হবে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
ডিআইইউ এর সর্ববৃহৎ ব্লাড ডোনেশন গ্রুপ “We Are DIUan Blood Donors” গ্রুপ এর পরিচালনা করছে প্রান্ত। দীর্ঘদিন ধরে নিজেই নিয়মিত রক্তদাতা হিসেবে কাজ করে আসছে । প্রায় হাজার খানেক রক্তদাতা মেনেজ করে দিয়ে সহযোগিতা করেছে এখন পর্যন্ত। সহপাঠীরা জানায় প্রতিদিন অসংখ্য অনুরোধ আসে রক্তদানের এবং সকলকে ডোনার এর সাথে যোগাযোগ করে সাহায্য করে আসছে এই রক্তযোদ্ধা। ইউনিভার্সিটি ছাড়াও নিজ থানায় রক্তদান সহ স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন নিজেকে।
প্রান্তের পারিবারিক সূত্রে যানা যায়, বর্তমানে সে মেট্রোপলিটন মেডিকেল সেন্টার, মহাখালী হাসপাতালে “নিউরোলজি” বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছেন, অপারেশনটি দ্রুত না হলে অবস্থা আরো গুরুতর হতে পারে। এমতাবস্থায় দ্রুত অপারেশন করা জরুরি কিন্তু অপারেশন এর টাকা বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়।
গ্রুপ এর তথ্য অনুযায়ী জানা যায় প্রান্ত অসুস্থ হওয়ার পরেও তার রক্তদান কর্মসূচি বন্ধ রাখেনি, হাসপাতালের বেডে থেকেও সে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। এমতাবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন সহপাঠীরা এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসার জন্য সহায়তার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে সিএসই বিভাগের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আমরা বিষয়টি জেনেছি। তার অপারেশন এর জন্য প্রায় ২.৫ লক্ষ্য টাকার প্রয়োজন হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী সহ সমাজের সকলে এগিয়ে আসলে প্রান্তকে বাঁচানো সম্ভব হবে। সবাই যার যার জায়গা থেকে প্রান্তের জন্য এগিয়ে আসার আহ্বান করছি।
প্রান্তের জন্য সাহায্য করতে চাইলে এই নাম্বার গুলোতে বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে টাকা পাঠাতে পারেন-
বিস্তারিত জানতে – জাহিদুল হাসান শান্ত ( বড় ভাই)
সাহায্য পাঠাতে : 01862-907216 (নগদ)
বিএসডি/ডিআইইউ/এমএম