ক্রীড়া ডেস্ক,
অস্ট্রেলিয়া দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। চলছে তাদের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষ করেই বাংলাদেশে আসবে অজিরা। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলো তারা। হাঁটুর চোটে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি ফিঞ্চ। আশা ছিল, শেষ ওয়ানডেতে খেলবেন। তা তো হচ্ছেই না, উল্টো বাংলাদেশ সফরও শেষ হয়ে গেছে এই ব্যাটসম্যানের। অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এখন দেশে ফেরার বিমানে চড়ছেন।
ফিঞ্চের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। তবে টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ের সিরিজে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন ম্যাথু ওয়েড। তাই তার নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসতে পারে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ফিঞ্চের বদলি পাঠাবে না অস্ট্রেলিয়া। কারণটা দীর্ঘ ভ্রমণ এবং অবশ্যই বায়ো বাবল।
আগামী ২৯ জুলাই আসার কথা অজিদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। পরের চারটি যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ টি-টোয়েন্টি খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, সেটি জানায়নি বিসিবি।
২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যদিও গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে যায় দুই মাস আগেই। এবার যদিও আসছে, তবে অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। এখন আবার ছিটকে গেলেন ফিঞ্চ!
বিএসডি/আইপি