নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় মালদ্বীপের বিমান সংস্থা মালদিভিয়ান। যাত্রীদের সাশ্রয়ী, আরামদায়ক ভ্রমণ নিশ্চিত ও ফ্লাইট বাড়াতে চায় এয়ারলাইনসটি। গতকাল দুপুরে এক অনুষ্ঠানে এয়ারলাইনসটির কর্মকর্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিহাদ বলেন, বাংলাদেশ থেকে অনেকেই মালদ্বীপে বেড়াতে যান। সেখানে বাংলাদেশীরা কাজও করেন। আমরা সব ধরনের যাত্রীর কথা বিবেচনা করেই ফ্লাইট পরিচালনা করছি।
বাংলাদেশে মালদিভিয়ানের জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিস লিমিটেড। বর্তমানে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি।
বন্ধুপ্রতিম দুই দেশের শ্রমিকরা যাতে সহজে যাতায়াত করতে পারেন সে বিষয়ে গুরুত্ব দিয়ে টোটাল এয়ার সার্ভিসের চেয়ারম্যান কেএম মজিবুল হক বলেন, মালদিভিয়ান যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সেবা দেয়। দুই দেশের পর্যটন শিল্পের প্রসারেও ভূমিকা রাখছে। ফ্লাইট সংখ্যা বাড়লে আরো বেশি মানুষের যাতায়াত সহজ হবে।
টোটাল এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার বলেন, পর্যটন শিল্পের বিকাশে এয়ারলাইনস গুরুত্বপূর্ণ অবদান রাখে। মালদ্বীপ ও বাংলাদেশের পর্যটনে মালদিভিয়ান অবদান রাখছে।
অনুষ্ঠানে টোটাল এয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান শেখ মামুন, পরিচালক কাজি শাহ মুজাক্কের আহমাদুল হক উপস্থিত ছিলেন।
বিএসডি/ এফএস