স্পোর্টস ডেস্ক
কমনওয়েলথ গেমসের ব্যাটন এখন বাংলাদেশে। আজ (শুক্রবার) সকালে গিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। সেখান থেকে বিকেলে এসেছিল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে। ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন।
ছোট্ট এক বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘কমনওয়েলথের ব্যাটন আমাদের সবার মধ্যে দারুণ সম্প্রীতি তৈরি করবে। কমনওয়েলথের মূল্যবোধ আমরা ধারণ করব। বার্মিংহাম কমনওয়েথল গেমসে বাংলাদেশ ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা রইল।’
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কুস্তি,বক্সিং, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স ও সাঁতার ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। মহিলা টি-২০ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ রয়েছে। বাংলাদেশ নারী দলের প্রতি শুভকামনা জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দল দারুণ সফল। আশা করি ক্রিকেট দলও সফল হবে। তারা কমনওয়েলথ গেমসে বাছাইয়ে উত্তীর্ণ হয়ে অংশ নিতে পারবে।’ ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্যকে সাধুবাদ ও ধন্যবাদ জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
ব্রিটিশ হাইকমিশনের বাসভবনে ব্যাটন বহন করে এনেছিলেন দুই কমনওয়েলথ পদক জয়ী শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ শাকিল। এবারের কমনওয়েলথে শ্যুটিং না থাকায় স্বাভাবিকভাবে হতাশ তারা, ‘স্বাভাবিকভাবে খারাপ তো লাগছেই। বাস্তবতা মেনে নিতে হচ্ছে। বাংলাদেশের কন্টিনজেন্টের প্রতি শুভকামনা।’
বিএসডি/এসএ