জ্যেষ্ঠ প্রতিবেদক:
মালে স্টেডিয়ামের চার দিকে বাংলাদেশিদের ভিড়। সবাই অপেক্ষায় বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিটের। কেউ পেয়ে তৃপ্তির হাসি দিচ্ছেন আবার কেউ অপেক্ষায়। অনেকে আবার উৎকণ্ঠায় শেষ পর্যন্ত টিকিট মিলবে তো।
ফরিদপুরের ভাঙার যুবক সোহেল ভোর থেকে লাইনে দাঁড়িয়ে। দুপুর ১২টার দিকে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়েছি। নাস্তা গোসল কিছুই করিনি। একটাই আশায় খেলা দেখব বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করব।’
আগামীকাল বাংলাদেশের খেলা মালদ্বীপ সময় বিকেল চারটায়। কর্মদিবসে খেলা দেখার জন্য যে যার মতো ব্যবস্থা নিচ্ছেন। কেউ ছুটি নিচ্ছেন কেউ দুই ঘণ্টার বিরতি।
মালদ্বীপ ম্যাচে বাংলাদেশি প্রবাসীরা মাত্র আড়াইশ টিকিট পেয়েছিল। নেপাল ম্যাচে পাচ্ছে আড়াই হাজার। টিকিটের লাইন লম্বা থাকলেও এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।