আন্তর্জাতিক ডেস্ক:
পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে বুধবার স্থানীয় সময় সকালে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জাপান থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এশিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্র রওনা হন। খবর বিবিসির।
যাওয়ার আগে বাইডেন উত্তর কোরিয়াকে ঠেকাতে শক্ত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছেন।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নিজেদের পূর্ব উপকূল লক্ষ্য করে পর পর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হয়নি। উত্তর কোরিয়া খুব কমই নিজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষার খবর তাৎক্ষণিকভাবে প্রচার করে।
চলতি বছর এ নিয়ে ১৬ বার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।
বাইডেনের পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে কিমের সঙ্গে তিনবার সরাসরি আলোচনায় বসেন। ওইসব আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের ব্যাপারে কিম আন্তরিকতা দেখালেও ট্রাম্পের খামখেয়ালির কারণে সে সংলাপ ব্যর্থ হয়।
বিএসডি/ এমআর