নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বি.এ, বি.এস.এস (সম্মান) ও এল এল বি (অনার্স) প্রোগ্রামের বিভিন্ন বিষয় সিমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে৷ তবে ক্লাস না নিয়ে পরীক্ষা নেওয়ায় আইন বিভাগের বেশকিছু শিক্ষার্থী এ পরীক্ষা বয়কট করেছেন বলে জানা গেছে৷
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ও বিকালে বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মাত্র ৮ থেকে ১০ জন উচ্ছ্বচ্ছল শিক্ষার্থী পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে আজ আনুমানিক ভোর ৬ টায় বাউবির ঢাকা আঙ্গলিক কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রে এসে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে জোরপূর্বক প্রধান ফটকের তালা দিয়ে চাবি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়৷ পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের হলে প্রবেশে বাঁধা প্রদান করা হয়। আনুমানিক সকাল ৮ টায় বিপুলসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান নিয়ে পরীক্ষা নেয়ার দাবিতে শ্লোগান দিতে থাকে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যয়ে, কোষাধ্যক্ষ, পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিভাগের ডীন, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক দ্রুত উপস্থিত হয়ে আঞ্চলিক কেন্দ্রের ফটকে অবস্থান নিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন।
উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বলেন, আজকের পরীক্ষার ন্যায় বাকি সকল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। কোন বাঁধাকেই প্রশ্রয় দেয়া হবেনা। এছাড়াও আগামীতে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে উপাচার্য নির্দেশনা প্রদান করেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষা না দেওয়া কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানান, আইন বিভাগের শিক্ষার্থীরা বাউবির পরীক্ষা বর্জন করেছে৷ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিততব্য পরীক্ষা না দিয়ে বর্জন করেছে। আজ সকাল দশটায় পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবি ক্লাস ঠিকমতো না হওয়ার পরও পরীক্ষার আয়োজন করা হয়েছে।
তাদের দাবি বাউবি প্রধান ক্যাম্পাস গাজীপুরের বোর্ড বাজারে ক্লাস হবে ও সেখানেই পরীক্ষা হবে। তাদের বক্তব্য অধিকাংশ প্রোগামের ক্লাস ঠিকমতো নেয়া হয় না ফলে চার বছরের কোর্স শেষ পর্যন্ত সাত থেকে আট বছর পর্যন্ত গড়ায়। এতে তাদের অনেক ক্ষতি হয়। এদিকে দুই দিন আগে বিভিন্ন দাবি নিয়ে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত বাউবির প্রধান ক্যাম্পাস তালা লাগিয়ে দেয় ফলে বাইরে থেকে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে নাই।
এদিকে ঢাকা ক্যান্পাসে গিয়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কথা বলতে রাজি হয় নাই।