জেলা প্রতিনিধি, বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাট থেকে বাঘের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব। শনিবার (১১ ডিসেম্বর) রাতে ফকিরহাটের কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৬ এর সদস্যরা।
আটকরা হলেন- খুলনার ডুমুরিয়া কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমুদের ছেলে মো. আজিজুর রহমান (৪৫) ও সোনাডাঙ্গা থানার গ্রামীণ আবাসিক এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খান।
আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে র্যাব-৬ খুলনা থেকে প্রেরিত প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
র্যাব-৬ খুলনার অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, বন্যপ্রাণী রক্ষা ও পাচার প্রতিরোধ করতে র্যাব বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে শনিবার রাতে বাঘের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার আইনে মামলা দায়েরপূর্বক ফকিরহাট থানায় হস্তান্তর প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিএসডি/এসএফ