নিজস্ব প্রতিবেদক,
রাঙামাটির বাঘাইছড়িতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। দায়িত্ব গ্রহণের পর এ উপজেলাতে এটি তার প্রথম সফর।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় খেদারমারা ভাবনা কেন্দ্র পরিদর্শনে আসেন নবনিযুক্ত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এ সময় উপজেলা আওয়ামি লীগ ও খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পরে দুরছড়ি বাজার থেকে সড়ক পথে খেদারমারা ভাবনা কেন্দ্র পরিদর্শনে যান নিখিল কুমার চাকমা।
আবার ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যগন ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে ভাবনা কেন্দ্রের ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের সাথে সাক্ষাৎ করেন এবং ভান্তের দিক নির্দেশনা মূলক আলোচনা সভায় যোগ দেন।
ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের অনুরোধে, দুরছড়ি বাজার থেকে ভাবনা কেন্দ্র পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক তৈরি ও দুরছড়ি বাজারের প্রবেশ পথে জরাজির্ণ সেতুটি নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি প্রদান করেন নিখিল কুমার চাকমা।
এছাড়াও দুরছড়ি বাজারে অবস্থিত কমিউনিটি সেন্টারে স্থানীয় নেতাকর্মী এবং দুরছড়ি বাজার পরিচালনা কমিটি ও ব্যবসায়ী নেতাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
এতে পৌর মেয়র জাফর আলী খান, ওসি বাঘাইছড়ি আনোয়ার হোসেন খান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি জমির হোসেন উপস্থিত ছিলেন।
ওনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, উপ সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান।
পরে আমতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি সেতু পরিদর্শন সহ বেশকিছু চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে নৌপথে লংগদু উপজেলার উদ্দেশ্য রওনা করেন। সেখানে ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ৩৪৪ মিটার দীর্ঘ সেতু পরিদর্শনের কথা রয়েছে।
বিএসডি/আইপি