স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের স্ট্রাইক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই মুহূর্তে কিছুটা কোণঠাসা হয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের দেয়া মাত্র ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্রিজে থিতু হতে পারার আগেই বাবর আজমকে ফিরিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কেবল বিশ্বকাপ কাঁপিয়ে আসা পাকিস্তান অধিনায়ককে তার সাম্প্রতিক চমৎকার ফর্মকেই যেন গত দুই ম্যাচে অতীত বানিয়ে দিয়েছেন তাসকিন-মোস্তাফিজরা।
বাবর আজম প্রথম বলে ইনসাইড এজ হয়েছিলেন তাসকিন আহমেদের বলে। আর আজ মোস্তাফিজুর রহমানের শিকার হ০য়েছেন তিনি প্রায় একই ঢঙে, মাত্র ১ রান করে ইনসাইড এজ হয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৭ রানের পর আজও শুরুতেই ফিরে গেছেন তিনি। ক্রিজে এখন আছেন রিজওয়ান ও ফখর জামান। তবে তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিং রানের গতি খুব বেশি বাড়াতে পারেননি পয়াকিস্তানি ব্যাটাররা। অবশ্য ম্যাচ জিততে পুরো লড়াইটাই করতে হবে বোলারদের। বাংলাদেশি ব্যাটারদের দেয়া সামান্য পুঁজি টপকে যেতে পাকিস্তানকে দ্রুত রান তোলার কোনো তাড়না অনুভব না করলেও হবে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৭ রান। জয়ের জন্য তাদের দরকার ৮২ বলে ৮৪ রান।
বিএসডি/এসএসএ