নিজস্ব প্রতিবেদক:
জীবন দিয়েও বাবাকে বাঁচাতে পারলেন না ছেলে এইচএসসি শিক্ষার্থী ফিরোজ আলম। জামালপুরের সরিষাবাড়ীতে সেচপাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বাবা ইনতাজ আলী (৫০) ও ছেলে ফিরোজ আলম।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইনতাজ আলী তার একমাত্র ছেলে এইচএসসি শিক্ষার্থী ফিরোজ আলমকে নিয়ে বাড়ির পাশে সেচপাম্প চালু করতে যান। ভোর থেকে ঝড়বৃষ্টি হওয়ায় সেচপাম্পের পল্লীবিদ্যুতের সঞ্চালিত তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা।
এতে ইনতাজ আলী বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে ছেলে ফিরোজ আলম বাবাকে বাঁচাতে গেলে দুইজনই বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় আশপাশের লোকজন এসে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সেচপাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে বলে পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক নিশ্চিত করেছেন।