নিজস্ব প্রতিবেদক,
লকডাউনের শুরু থেকে গরিব-দুঃখী মানুষকে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন। কিন্তু যারা চাইতে পারেন না তাদের জন্য রাখা হয়েছে ৩৩৩ নম্বরে কল করার ব্যবস্থা।
সোমবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী উপজেলার অসহায় মানুষদের ত্রাণ সহায়তা চলমান রয়েছে। এর মধ্যে অনেক অসহায় মানুষ আছেন যারা সরাসরি চাইতে লজ্জা পাচ্ছেন না। গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত আমাদের কাছে এমন অনেক অসহায় মানুষ ৩৩৩ নম্বরে যোগাযোগ করে ত্রাণ সহায়তা চেয়েছেন। আমরা ১ হাজার ১০১ জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিয়েছি। আজকেই ৭০ জনকে একসঙ্গে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের কাছে যারাই আবেদন করেছেন আমরা সবাইকে সহযোগিতা করেছি। আমাদের এ সহযোগিতা চলমান রয়েছে।
প্রত্যেককে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল ও ২ কেজি লবণ দেওয়া হয়েছে।
বিএসডি/আইপি