নিজস্ব প্রতিবেদক:
বাহরাইনের সেক্রেটারি জেনারেল এবং উচ্চশিক্ষা পরিষদের ডেপুটি চেয়ারপারসন ড. শায়েখা রানা বিনতে ঈসা বিন দাইজ আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাহরাইন নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, বাহরাইনে সেক্রেটারি জেনারেল এবং উচ্চশিক্ষা পরিষদের ডেপুটি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশি দূতকে ডেপুটি চেয়ারপারসন স্বাগত জানিয়েছেন।
ডেপুটি চেয়ারপারসন শায়েখা উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে স্থায়ী সম্পর্ক বাড়ানোর বিষয়ে প্রশংসা করেন। তিনি বাংলাদেশি রাষ্ট্রদূতের সাফল্য কামনা করে উচ্চশিক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে পরিষদের আগ্রহের ওপর জোর দেন।
রাষ্ট্রদূত নজরুল উচ্চশিক্ষা পরিষদের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূত বাহরাইনের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা নিয়ে আগ্রহের ওপর জোর দেন।
বিএসডি/আইপি