অনলাইন ডেস্ক
বিএনপির শীর্ষ নেতাদের ওপর নানা অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি দলের তিন দিনব্যাপী বৈঠকের প্রথম দিনে সাংগঠনিক ও রাজনৈতিক দিকগুলো তুলে ধরে শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা।
গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে দলের প্রায় ৩০ জন নেতা বক্তব্য দেন।
বৈঠকে অংশ নেয়া অন্তত ১৫ জন ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানা যায়।
দলের একজন উপদেষ্টা বৈঠকের বিরতির সময় বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক নানা ব্যর্থতার কথা তুলে ধরে দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত না করা, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণসহ কয়েকটি ইস্যুতে বিএনপির কৌশল ভুল ছিল বলে জানান তারা।
আর এসব ভুলের পেছনে বিএনপির শীর্ষনেতাদের ভূমিকাই বড় কারণ বলে উল্লেখ করেন বিএনপির এ উপদেষ্টা।
এদিকে বৈঠকে অধিকাংশ নেতা কোনো অবস্থাতেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়টি নিয়েও দলের শীর্ষনেতাদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়।
বিএসডি/এমএম