নিজস্ব প্রতিবেদক
অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছে খাবার, সংরক্ষণেও অব্যবস্থাপনা। লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাতের অপরাধে নিউ ইসলামিয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের বটতলা পুলপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।
বিএসটিআই জানায়, রোববার মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বিস্কিট ও কেক পণ্যের অনুকূলে নিউ ইসলামিয়া বেকারি বিএসটিআইয়ের সিএম সনদ না নিয়ে পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নুর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আর সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদপুর থানা পুলিশ সদস্যরা।
বিএসডি/এসএ