শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে মাহবুবুর রহমান নামে এক বিকাশকর্মীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রিফাত মাদবর ও নজরুল ইসলাম কালু নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বহেরাতলা থেকে ছিনতাইকৃত টাকাসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে শিবচর থানা পুলিশ। আটকৃতদের স্বীকারোক্তি মতে, ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর দুপুরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর জোড়া ব্রিজ এলাকায় ছিনতাইয়ের বিকাশকর্মীকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় চক্রটি। ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যে বুধবার রাতে বহেরাতলা দক্ষিণ থেকে রিফাত মাদবর (২৪), নজরুল ইসলাম কালু (৩৫) নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
আটককৃত ছিনতাইকারী রিফাত মাদবর বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের মোসলেম মাদবরের ছেলে ও নজরুল ইসলাম কালু একই গ্রামের মৃত সামচু কাজীর ছেলে। দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, বুধবার রাতে উপজেলার বহেরাতলা থেকে ছিনতাইকৃত টাকাসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে শিবচর থানা পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি মতে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বিএসডি/এসএফ