অর্থনীতি ডেস্ক,
‘বিচক্ষণ বিনিয়োগকারীর ভূমিকা ও বাজার নজরদারি’ শীর্ষক গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মূলত ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি ও সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ আগস্ট) বেলা ৩টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিচক্ষণ বিনিয়োগকারীর ভূমিকা ও বাজার নজরদারি’ শীর্ষক গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং সমাপনী বক্তব্য রাখবেন কমিশনার মো. আব্দুল হালিম। এছাড়া, গণশুনানিতে বিএসইসি’র প্রতিনিধি হিসেবে নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ডিএসইর প্রতিনিধি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভুঁইয়া, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) প্রতিনিধি হিসেবে সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এবং ডিএসইর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রনি ইসলাম উপস্থিত থাকবেন।
বিএসডি/আইপি