বিনোদন ডেস্ক:
শতাব্দী ভব একজন সংগীত শিল্পী। সংগীত শিল্প সাহিত্যের এমন কেউ নেই যে শতাব্দী ভবকে চেনে না। শতাব্দী ভব একা গান কিংবা দলীয়ভাবে। নিজের একটি ব্যান্ডদল রয়েছে। গান লিখেন, সুর করেন। তার গানের কথায় উঠে আসেন বঙ্গবন্ধু, উঠে আসে মুক্তিযুদ্ধ, সাম্যবাদ, অসাম্প্রদায়িকতা।
সেই শতাব্দী ভব বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উৎসবে কোনো গানের অনুষ্ঠানে ডাক পাননি। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
শতাব্দী ভব খুব মর্মশস্পর্শী কথামালা লিখেছেন ওই পোস্টে। ভব লিখেছেন, ‘আত্মহত্যার সহজ কোনও পথ থাকলে আজ আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারতো না।’
তিনি বলেনব, ‘খুব আহামরি না হলেও নিশ্চয় খুব খারাপ লিখি বা গাই না। তেইশটা মৌলিক গান প্রকাশিত।’
শতাব্দী ভব বলেন, ‘টাকার জন্য বলছি না, দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির উৎসবে অংশীদার হবার খুব ইচ্ছে ছিলো। দেশে কি আমাকে চেনে এমন একজনও এ্যারেঞ্জার ছিলো না? এতো এতো অনুষ্ঠানের মাঝে একটা কনসার্টেও ডাক পেলাম না! একজন শিল্পীর এই দুঃখ হয়তো আপনাকে ছুঁয়ে যাবে না।’
এই অবহেলা একদিন দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন জানিয়ে লিখেছেন, ‘যাই হোক, এই দিনের কথা আমি ভুলবো না। দেশের নামে শপথ করে বলছি “একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেবো”। পোস্টটা সেদিনের জন্য তোলা থাকুক।’
এই পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘সবাই সব কিছুর জন্য জন্ম নেয়না দাদা। এই দুনিয়াতে বহু মানুষ অনেক কিছুর দাম দিতে শিখেনাই তাই বলে সেটা দামহীন হয়না। আমরা তো আপনারে ভালোবাসি দাদা কখোন ভুলে যাইয়েন না।’
আরেকজন লিখেছেন, ‘ব্যক্তিগত কিছু ক্যাচালের কারণে আপনারে আমি অপছন্দ করলেও আপনার গান আমি শুনে উপভোগ করি।একজন মুক্তিযুদ্ধের পক্ষের শিল্পী এবং একজন দেশপ্রেমিক হিশেবে আপনি এটুকুন সম্মানের অবশ্যই দাবিদার। পোস্টটা পড়ে দুঃখ পেলাম দাদা। ক্ষমা করবেন এই জাতি এখনো যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে শিখে উঠতে পারেনি।’
শতাব্দীর সর্বশেষ আলোচিত গান দ্বাদশ ব্যক্তি।
বিএসডি/জেজে