আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের নিউজ ম্যাগাজিনটি প্রতিবেদনে দাবি করে, রাশিয়ার ফেডারেল গার্ড সার্ভিসের একজন বিশেষ সহযোগী একটি স্যুটকেস বহন করেন যাতে পুতিনের মলমূত্র সংগ্রহ করে রাখা হয়। পরে তা মস্কোয় ফেরত পাঠানো হয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট দাবি করেছে, একটি বিশেষ প্যাকেটে এই শারীরিক বর্জ্য সংগ্রহ করা হয়। প্যাকেটগুলো শুধু এ জন্য ব্যবহৃত একটি ব্রিফকেসে রাখা হয় রাশিয়ায় ফেরত পাঠাতে।
এই সংবাদমাধ্যমটি রাশিয়ার ওপর দুটি বইয়ের লেখক রেজিস জেন্টে এবং এক দশকের বেশি সময় রাশিয়ার সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করা মিখাইল রুবিনের সঙ্গে কথা বলেছে। তারা মলমূত্র সংগ্রহের এ ধরনের ঘটনার কথা জানান। একটি ছিল ২০১৭ সালের ২৯ মে পুতিনের ফ্রান্স সফরের সময়। আরেকটি ছিল ২০১৯ সালের অক্টোবরে তাঁর সৌদি আরব সফরকালে।
বলা হয়ে থাকে, পুতিন ক্ষমতায় আসার শুরু থেকেই বিদেশ সফরের সময় এ নিয়ম মেনে আসছেন। রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্যের বিষয়টি সব সময় বিশ্বে আলোচনার বিষয়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তিনি গুরুতর অসুস্থ বলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে।
রুশ নেতার ঘনিষ্ঠ একজন প্রভাবশালীকে গত মাসে একটি অডিও রেকর্ডে বলতে শোনা যায়, ‘ব্লাড ক্যানসারে আক্রান্ত পুতিন খুব অসুস্থ।’
মার্কিন ম্যাগাজিন নিউ লাইন এই অডিও রেকর্ডটি সংগ্রহ করে। অজ্ঞাত ওই প্রভাবশালীকে পুতিনের স্বাস্থ্য নিয়ে একজন পশ্চিমা পুঁজি বিনিয়োগকারীর সঙ্গে আলাপ করতে শোনা যায়। তবে এ ধরনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন রুশ কর্মকর্তারা।
বিএসডি/ এমআর