বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘আজ সারাদেশের মানুষ ক্ষোভে জ্বলছে। কারণ জনগণের নেত্রীকে আজ বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।’
রোববার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, আমাদের মহাসচিব প্রশ্ন করেছিলেন, একটা মিথ্যা মামলায় খালেদা জিয়াকে যে কারাগারে নেওয়া হয়েছিল তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল কি না? নাহলে আজ তিনি এতো অসুস্থ কেন? যে নেত্রী পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন আজ কেন তিনি বিছানা থেকে উঠতে পারছেন না।’ তার সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
‘ওবায়দুল কাদের কাচের ঘরে বসে কথা বলেন, হায়াত-মউত আল্লাহর হাতে। অবশ্যই আমরা তা স্বীকার করি, আল্লাহ তায়ালা এটাও বলেছেন যে, তোমরা চেষ্টা করবে। আপনি যখন মৃত্যুপথযাত্রী, যখন আপনার বাঁচার সম্ভাবনা ছিল না তখন বাইরে থেকে অ্যাম্বুলেন্স এনে আপনাকে চিকিৎসা দিতে বিদেশে নেওয়া হয়েছিল। এখন আপনি বড় বড় কথা বলছেন।’
সেলিমা রহমান বলেন, ‘তারা আজ আবোল-তাবোল বলছেন, যারা প্রশাসনের সাহায্যে রাতের ভোটে জোর করে ক্ষমতায় এসেছেন। আমরা কার কাছে যাবো, সরকার বলে তো কেউ নেই।’
‘সংসদে এখন তোষামোদি চলে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন জাতীয় পার্টির এমপি ফিরোজ রশিদ বলেছেন, সংসদে আমরা দেখি দাঁড়িয়ে কিছুক্ষণ তোষামোদি চলবে, তারপর ফাঁকা আওয়াজ, তারপর বসে পড়বে। এই হচ্ছে আমাদের সংসদ। যে সংসদ আজ অশিক্ষিত সমাজে ভরে গেছে। তারা আবোল-তাবোল বকছে। তারা জানে না কার বিরুদ্ধে কথা বলছে, যিনি হচ্ছেন আপসহীন নেত্রী।
‘তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা ১৫টি মামলা শেখ হাসিনা তুলে নিলেও সেসময় করা মামলায় আজ খালেদা জিয়াকে ফাঁসানো হয়েছে। তাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বিদেশে গিয়ে চিকিৎসা নেন। দেশের ফাঁসির আসামিরা বিমানে গিয়ে চিকিৎসা নিয়ে আসে আর শুধু খালেদা জিয়ার জন্যই ৪০১ ধারা। আসলে আপনারা ভয় পান বিএনপিকে, সেজন্যই তাকে চিকিৎসা করাতে দিতে চাচ্ছেন না।’
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।