নিজস্ব প্রতিবেদক:
মানবিক সাহায্য সংস্থা’র আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি-এমএসএস) পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও নীলফামারী জেলায় সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদানের লক্ষ্যে ১০টি চক্ষু শিবিরের আয়োজন করেছে।
অক্টোবরের ০৯ থেকে ৩০ তারিখের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড এবং ইসিপির দাতা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তায় চক্ষু শিবিরগুলোতে সব ধরণের চক্ষুসেবা প্রদানের পাশাপাশি চোখে ছানি রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হবে।
এ উদ্যোগে কারিগরী সহায়তা প্রদান করবে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন হাসপাতাল, ঠাকুরগাঁও ও মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর, নীলফামারী। নির্দিষ্ট দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষুসেবা প্রদান করা হবে। আগামীকাল ০৯ অক্টোবর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদাহ ইউনিয়ন পরিষদে ও রংপুরের তারাগঞ্জ উপজেলার কূর্শা ইউনিয়ন পরিষদে, ১৬ অক্টোবর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদে, ২০ অক্টোবর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদে, ২৩ অক্টোবর পঞ্চগড়ের দেবীগঞ্জের দেবীডোবা ইউনিয়ন পরিষদে ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে, ২৬ অক্টোবর পঞ্চগড়ের দেবীগঞ্জের চেঙ্গঠী হাজরা ডাঙ্গা ইউনিয়ন পরিষদে, ৩০ অক্টোবর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ে ও নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন পরিষদে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হবে।
চক্ষু শিবিরগুলোতে চক্ষু পরীক্ষা, চশমা ও ওষুধ প্রদানসহ চোখের যত্নে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হবে। ইসিপি-এমএসএস-এর অংশীদার হাসপাতালগুলোতে চোখে ছানি শনাক্ত রোগীদের বিনামূল্যে ছানির অপারেশন করা হবে। এমএসএস-এর প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান বলেন, ‘যাত্রার শুরু থেকেই ইসিপি দেশের সুবিধাবঞ্চিতদের চক্ষু সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে। যারা ইসিপির কার্যক্রমে নিয়মিত সহযোগিতা করছেন সেসব দাতাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’ মানবিক সাহায্য সংস্থা- এর আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি-এমএসএস) ২০১৪ সাল থেকে বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।