বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল আর গ্ল্যামারাস ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশি ক্রিকেটারদের পাশাপাশি এই ফ্যাঞ্চাইজি লিগে দেখা মিলে ক্রিকেট বিশ্বের বড় বড় তারকারদেরও। এমন জাঁকজমকপূর্ণ আয়োজনের পেছনে বড় একটা ভূমিকা আছে অর্থের।
আসন্ন আসরের জন্য ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। তার আগে সরাসরি চুক্তি ও রিটেইন ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে দলগুলো। সবমিলিয়ে স্কোয়াড সাজানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ড্রাফটের পর সাত দলের স্কোয়াডের যে প্রাথমিক অবস্থা দাঁড়িয়েছে, তার ভিত্তিতেই খসড়া হিসাবে বের করা হয়েছে আপাতত কোন দলের স্কোয়াড সবচেয়ে দামি। এখন পর্যন্ত সাতটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়ের পেছনে মোট খরচ করেছে প্রায় ১৮ কোটি ১৯ লাখ টাকা।
এর মধ্যে আপাতত সবচেয়ে দামি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, ড্রাফটের বাইরে থাকা সরাসরি চুক্তির খেলোয়াড়দের পারিশ্রমিকের হিসেব এখানে ধরা হয়নি। কারণ সেটা তারা প্রকাশ করেনি।
প্লেয়ার ড্রাফটে কোন দল কত খরচ করল-
ফ্র্যাঞ্চাইজির নাম | বিদেশি | দেশি | মোট ব্যয় |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১,৫৪,০০,০০০ | ১,৭৫,০০,০০০ | ৩,২৯,০০.০০০ |
খুলনা টাইগার্স | ১,৩২,০০,০০০ | ১,৮০,০০,০০০ | ৩,১২,০০,০০০ |
ফরচুন বরিশাল | ৬৬,০০,০০০ | ২,৩০,০০,০০০ | ২,৯৬,০০,০০০ |
সিলেট স্ট্রাইকার্স | ৫৫,০০,০০০ | ২,১০,০০,০০০ | ২,৬৫,০০,০০০ |
রংপুর রাইডার্স | ৬৬,০০,০০০ | ১,৭০,০০,০০০ | ২,৩৬,০০,০০০ |
দুর্দান্ত ঢাকা | ৬৬,০০,০০০ | ১,৪৫,০০,০০০ | ২,১১,০০,০০০ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ৫৫,০০,০০০ | ১,১৫,০০,০০০ | ১,৭০,০০,০০০ |
বিএসডি/এলএম