ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত ছাত্রীদের থাকার ব্যাপারে রয়েছে বিধি-নিষেধ। অনেক আগের এই নিয়ম অনুযায়ী, কোনো ছাত্রী বিবাহিত কিংবা অন্তঃসত্ত্বা হলে বিশ্ববিদ্যালয়ের হলে তাদের সিট বাতিল করা হয়।
দুই-একটি হলে বিশেষ বিবেচনায় চলতি সেশনে বিবাহিত ছাত্রীরা থাকতে পারলেও, এ বিষয়ে একেক ছাত্রী হলে একেক নিয়ম। তবে ছাত্র হলে এই ধরনের কোনো নিয়মের বালাই নেই।
এই নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন হলগুলোর শিক্ষার্থীরা। নিয়মটি বাতিলসহ চার দফা দাবিতে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপিও দেন শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিসহ বেশ কয়েকজন।
একই দাবিতে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। সেখানে তারা প্রশ্ন করেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মে বিবাহিত হওয়া অপরাধ কি-না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাধারণ সম্পাদক সাগুফতা বুশরা মিসমা, কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরা শারমিন, পাঠকক্ষ সম্পাদক অর্পিতা শ্যামা দেব প্রমুখ।