অর্থনীতি ডেস্ক:
পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন ও সূচকে ছিল কিছুটা ধীরগতি। বাজারের এমন পরিস্থিতিতে বিবিধ খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন পেয়েছে। আলোচ্য সময়ে এ খাত থেকে ৫.৮ শতাংশ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা।
সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, পুঁজিবাজারে ২০টি খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে গত সপ্তাহে বিনিয়োগকারীরা ৬টি থেকে রিটার্ন পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ রিটার্ন পাওয়া বিবিধ খাতের বাজার মূলধনের পরিমাণ ২৪ হাজার ১৯৭ কোটি টাকা। এ খাতে ১৪টি কোম্পানি তালিকাভুক্ত।
এরপর যে খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে তা হলো ভ্রমণ ও আবাসন খাত। এ খাতের রিটার্নের হার ৫ দশমিক ৭ শতাংশ। যা আমানতের সুদের হারের চেয়ে বেশি। এ খাতের বাজার মূলধনের পরিমাণ ২ হাজার ৩৯৭ কোটি টাকা। রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে জীবন বিমা খাত। খাতটির রিটার্নের হার ৪ দশমিক ৯ শতাংশ।
এছাড়া, মিউচ্যুয়াল ফান্ড খাত থেকে বিনিয়োগকারীরা ৩ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছে। ট্যানারি খাত থেকে বিনিয়োগকারীরা ২ দশমিক ৯ শতাংশ, সেবা খাত থেকে বিনিয়োগকারীরা দশমিক ৪ শতাংশ রিটার্ন পেয়েছে।