বিনোদন ডেস্ক
সম্প্রতি মুম্বাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাদের সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যাও। অনুষ্ঠানে উপস্থিত আর বাকি সকল অতিথিদের মাঝে নজর কাড়ে বচ্চন পরিবার।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য যখন গাইছেন ‘বান্টি অর বাবলি’ ছবির বিখ্যাত গান ‘কাজরা রে’, তখন তাল মেলাচ্ছেন ঐশ্বরিয়া, অভিষেক ও আরাধ্যা।
ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে আইভরি রঙের ফ্লোরাল আনারকলি পরে রয়েছেন। সঙ্গে ছিল মানানসই ওড়না। অভিষেক পরেছিলেন আইভরি শেরওয়ানি। তাদের কন্যা আরাধ্যাও পরেছিল একই রঙের লেহেঙ্গা।
ভিডিওতে আরও দেখা যায়, ঐশ্বরিয়া গানের তালে নাচছেন, আরাধ্যা ও অভিষেক হাততালি দিচ্ছেন।
বিয়ের আসরের এই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন যে কেবলই গুজব, তারই প্রমাণ যেন এই ভিডিও।
এর আগে এপ্রিলে নিজের ও অভিষেকের ১৮তম বিবাহবার্ষিকী উদযাপন করেন ঐশ্বরিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করেন একটি ঘরোয়া পারিবারিক ছবি। যেখানে একসঙ্গে দেখা যায় ঐশ্বরিয়া, অভিষেক ও আরাধ্যাকে।
ছবিতে ঐশ্বরিয়া ছিলেন লাল লিপস্টিকে ও সোজা খোলা চুলে, অভিষেককে দেখা যায় সাদা শার্ট ও লাল ফ্রেমের চশমায়। মাঝখানে দাঁড়িয়ে থাকা আরাধ্যার মুখে ছিল মিষ্টি হাসি। সেই ছবি দেখে স্পষ্ট, বচ্চন পরিবারে প্রেমের কোনও ঘাটতি নেই।
গত কয়েক মাসে ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সেই সব খবর শুধুই রটনা।
মার্চ মাসে আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্কের বিয়েতেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। ডিসেম্বরেও এক তারকাখচিত বিয়ের অনুষ্ঠানে একত্রে উপস্থিত ছিলেন তারা। আরাধ্যার জন্মদিনও একসঙ্গে পালন করেন এই দম্পতি।