নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ শাখা আয়োজিত অডিট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারবিষয়ক দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার বিসিক ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল সকালে বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ । প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিসিক সচিব মো. মফিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিন।
বিসিক প্রধান কার্যালয়ের হিসাব ও অর্থ বিভাগ, অডিট বিভাগ, প্রশাসন বিভাগ, চারটি আঞ্চলিক কার্যালয়, বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখা থেকে ৩০ জন কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণ কোর্সটিতে অংশ নেন।