নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে পৃথক পৃথক দুর্ঘটনায় বিপ্লব রায় এবং মো. নসির উদ্দিন নামে দুই ব্যক্তি নিহত এবং মোছাঃ পারভীন নামে এক নারী আহত হয়েছেন।
নিহত বিপ্লব রায় (২৫) ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরীপুর গ্রামের রতন রায়ের ছেলে এবং নসির উদ্দিন (৬০) বীরগঞ্জের নিজপাড়া ইউপির কল্যানী বাইশ মাইল এলাকার অধিবাসী। আহত পারভীন (২৫) উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের মো. রহিদুল ইসলামের স্ত্রী।
সোমবার সকাল ৭টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের ভোগনগর ইউপির চাউলিয়া গ্রামের ছোট বটতলী পীরের মাজার সংলগ্ন সড়কে উপরে স্থানীয় লোকজন বিপ্লবের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
দশমাইল হাইওয়ে পুলিশের ওসি এএনএম মাসুদ বিষয়টি নিশ্চিত করেন, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় বিপ্লবের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত রবিবার দিবাগত রাত ৭টায় বীরগঞ্জের নিজপাড়া ইউপির কল্যানী বাইশ মাইল নামকস্থানে বাইসাইকেল-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নামে বাইসাইকেল আরোহী আহত হয়। আহত নাসির উদ্দিনকে উদ্ধার করে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই মহাসড়কের বীরগঞ্জের ভোগনগর ইউপির কবিরাজ হাট হতে নিজবাড়িতে যাওয়ার পথে রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীসহ মটরসাইকেল উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা পারভীন নামে এক নারী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পারভীনের শারীরিক অবস্থা স্থীতিশীল এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএসডি/ এলএল