আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
এদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আগামী বুধবার হোয়াইট হাউসে যাবেন এবং সেদিনই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হবে।
রোববার (১০ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী বুধবার হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে শনিবার একজন মুখপাত্র জানিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে ট্রাম্প আসবেন এবং প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।”
হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর প্রেসিডেন্ট বাইডেন অবশ্য আগেই সুশৃঙ্খল ভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।