বেনাপোল প্রতিনিধি:
পূর্বশত্রুতার জের ধরে বেনাপোল পোর্ট থানা এলাকার ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামে গত রবিবার (২৮ আগস্ট) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলম (৪৫) নামে এক পরিবহন শ্রমিক নেতাসহ পাচঁজন গুরুতর আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার (৩১ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক নেতা নুর আলম মারা যান। আহত আরো চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নুর আলমসহ বাকী পাচঁজনই বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া জানান, আমড়াখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ওই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হন। তার মধ্যে নুর আলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছে।
বিএসডি/ এমআর