নিজস্ব প্রতিনিধি
ভর্তি ছাড়া কোনো শিক্ষার্থী হলে উঠতে পারবেন না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। হল খুলে দেওয়া সংক্রান্ত বিষয়ে শুক্রবার (১০ সেপ্টেম্বর) আলাপকালে ঢাকা পোস্টকে একথা বলেন তিনি।
উপাচার্য বলেন, আমরা আশা করছি আগামী অক্টোবরে পূজার ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দিতে পারব। সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক হলে কোনো অবৈধ শিক্ষার্থীরা থাকতে পারবেন না।
তিনি বলেন, হল খুলে দিলে কোনো অবৈধ শিক্ষার্থী এবং ছাত্রত্ব নেই এমন শিক্ষার্থী হলে উঠতে পারবে না। হল খোলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থাও চালু থাকবে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আরও বলেন, রেজিস্ট্রেশন করে যারা এখনো টিকা পায়নি আমরা আশা করছি হল খোলার আগে এ সময়টার মাঝেই তারা টিকা পেয়ে যাবে।
বিএসডি/এমএম