নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদীর তীর থেকে মাটি কাটা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর= উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে সংঘর্ষ হয়। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালনগর গ্রামের মেঘনা-বলভদ্র নদীর তীর থেকে মাটি কাটা নিয়ে গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মাসুক মিয়ার সঙ্গে একই এলাকার রফিক মিয়ার প্রথমে কথাকাটাকাটি হয়। পরে এ নিয়ে উভয়ের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুপুর ১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। পরে থেমে থেমে প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ হয়। খবর পেয়ে উপজেলার চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পৌঁছে বিকেল ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।
তিন ঘণ্টার সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি। আহতদের মধ্যে ১৬ জনকে ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার রাইজিংবিডিকে বলেন, সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত থানায় মামলা হয়নি। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিএসডি/এফএ