নিজস্ব প্রতিবেদক,
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ভিমরুলের কামড়ে জান্নাত নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এর আগে বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে শিশুরা ভিমরুলের আক্রমণের শিকার হয়। শিশু জান্নাত ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকার হানিফ মিয়ার মেয়ে। আহতরা হলো- হানিফ মিয়ার সাত বছরের ছেলে মাইনুল ও তার পাঁচ বছর বয়সী ভাতিজি তাবাসসুম রয়েছে।
শিশুদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বুধবার বিকাল ৫টার দিকে ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকায় হানিফ মিয়ার বাড়ির উত্তর পাশের একটি ঝোপের পাশে জান্নাত, মাইনুল ও তাবাসসুম খেলতে যায়। ওই ঝোপের একটি গাছে ভিমরুল বাসা বেঁধেছিল। তারা খেলতে খেলতে এক পর্যায়ে ঝোপের ভেতরে চলে যায়। এ সময় একঝাঁক ভিমরুল তাদের শরীরে কামড়াতে শুরু করে। তারা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু জান্নাত মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু জানান, ভিমরুলে কামড়ে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া আহত অপর দুই শিশু মাইনুল ও তাবাসসুমকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএসডি/আইপি