নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএ’র বাধার মুখে লেনদেনের বর্ধিত সময়সীমা স্থগিত করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর ফলে আগের মতোই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেন চালু থাকবে।
সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত সপ্তাহে সিএসইর পক্ষ থেকে লেনদেনের সময়সীমা সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা ৪৫ মিনিট পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সময়সূচিতে পরিবর্তনের বিষয়টি সম্পর্কে অবহিত করতে এক্সচেঞ্জটির পক্ষ থেকে সে সময় ব্রোকারেজ হাউজগুলোয় চিঠি পাঠানো হয়েছিল। তাতে আজ থেকে বর্ধিত সময়সীমা অনুসারে এক্সচেঞ্জটির লেনদেন হওয়ার কথা ছিল। যদিও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময়সীমা অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় ডিবিএর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রকাশ করা হয়।
এরপর সিএসই’র সেই সিদ্ধান্ত আর কার্যকর হয়নি। আজ আগের সময়েই চলবে লেনদেন।
প্রসঙ্গত, প্রতিটি স্টক এক্সচেঞ্জের নিজস্ব লেনদেন বিধিমালা রয়েছে, যা কমিশন কর্তৃক অনুমোদিত। এ বিধিমালা অনুসারে লেনদেনের সময়সীমা নির্ধারণের এখতিয়ার স্টক এক্সচেঞ্জের।