বেনাপোল প্রতিনিধি:
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারী ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বেনাপোল বন্দরে সারাদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষ্যে আজ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রবিবার থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, খৃষ্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার থেকে আবারও আমদানি
রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বিএসডি/ এলএল