ক্রীড়া ডেস্ক,
সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে আইপিএলে খেলছেন সাকিব।
সাকিবকে নিয়ে করা ২৯ সেকেন্ডের ভিডিওর ক্যাপশনে কলকাতার দলটি হিন্দিতে লিখেছে- ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’। যার অর্থ বাংলায় এমন ‘ভাগো ভাগো, বাঘ আসলো।’
করোনার কারনে ভারতে মাটিতে আইপিএলের ১৪তম আসর গত ২ মে স্থগিত হয়ে যায়। ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় আইপিএলের বাকী অংশ সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করার সিদ্বান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্থগিত হওয়া আইপিএলের বাকী অংশ মরুরদেশে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
আইপিএলের বাকী অংশে কলকাতার হয়ে খেলবেন সাকিব। তাই সাকিবকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে কলকাতা। ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার জার্সিতে নেটে ব্যাটিং-বোলিং করছেন সাকিব।
৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে সাকিবের কলকাতা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।
বিএসডি/এএ