দর্শকখরা নিয়ে ভারতের মাটিতে ইতোমধ্যে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে টিকিট দিয়েও গ্যালারিতে দর্শক টানতে পারছে না আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই টিকিট বিক্রি নিয়ে অস্বচ্ছতা ও কালোবাজারির অভিযোগ তুলছেন অনেকেই। বিষয়টি আর ক্রিকেটাঙ্গনে সীমিত নয়, আলোচনা চলছে দেশটির রাজনৈতিক মহলেও। এরই মাঝে বিসিসিআই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আরও ১৪ হাজার টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে।
আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাক-ভারত মহারণ অনুষ্ঠিত হবে। অথচ এখনও ভারতে পৌঁছাতে পারেননি পাকিস্তানের সংবাদকর্মী ও সমর্থকরা। তারা ভারতের ভিসা নিয়ে জটিলতা পড়েছেন। এ নিয়ে আইসিসির কাছে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জবাবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সমাধানের আশ্বাস দিয়েছে।
বিএসডি/ এলএম