আন্তর্জাতিক ডেস্ক:
ভারত মহাসাগরের তলদেশে থাকা সম্পদের সুষ্ঠু ব্যবহারে একসঙ্গে কাজ করতে চায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) ও ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি (আইএসএ)। এ পরিপ্রেক্ষিতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির ২৬তম সেশনে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জ্যামাইকায় সিবেড অথরিটির ২৬তম সেশন অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ওই সেশনে সব সদস্য (৩৬টি দেশ) অংশ নেয়।
সেশনে ভারত মহাসাগরের তলদেশে থাকা সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও গভীর সমুদ্রে পলিমেটালিক ন্যুডল খুঁজে বের করার জন্য আগের সাতটি চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে।
পরবর্তী সেশন ২০২২ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিএসডি /আইপি