ক্রীড়া ডেস্ক,
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে বুধবার (২৫ আগস্ট) মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ভারত। সিরিজে ১-০’তে এগিয়ে থাকা বিরাট কোহলির চাওয়া লিড দ্বিগুণ করা। লর্ডসে হেরে ব্যাকফুটে থাকা জো রুট যে কোনো মূল্যেই সিরিজে সমতায় ফিরতে চায়। আর তাই ইংলিশ শিবিরের প্রধান ভরসা হতে চলেছে ভারতের বংশোদ্ভূত তরুণ তুর্কি হাসিব হামিদ। ভারতের গুজরাটি পরিবার থেকে উঠে আসা ওপেনিং এই ব্যাটসম্যানে ভর করে বিরাট বাধা টপকাতে চায় রুটরা।
অন্যদিকে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ পেসার সাকিব মাহমুদেরও অভিষেক হতে পারে এ টেস্টে। শৈশবে রাওয়ালপিন্ডিতে কাটানো এ পেসার এরইমধ্যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ক্রিকেটবিশ্বে নিজের আগমনী বার্তা বেশ ভালোভাবেই দিয়েছেন। হাসিব হামিদের পাশাপাশি সাকিব মাহমুদেও আস্থা রাখতে চায় রুট বাহিনী।
ভারতের বিপক্ষে চলতি হাই-ভোল্টেজ সিরিজে মোটেও ভালো সময় যাচ্ছে না ইংলিশ ওপেনারদের। ধারাবাহিক শোচনীয় ব্যর্থতার পর দল থেকে ছেঁটে ফেলা হয়েছে ডম সিবলিকে। তার জায়গায় প্রায় দুই বছর পর তৃতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন ডেভিড মালান। জানা গেছে, মালান খেলবেন তিন নম্বরে। আর শুরুতে ররি বার্নসের সঙ্গে ওপেন করতে পারেন হামিদ।
মাহমুদের সামনে টেস্টের দরজা খুলে যাওয়ার সম্ভাবনাটা হঠাৎ তৈরি হয়েছে সোমবারই (২৩ আগস্ট)। যখন জানা যায়, চোটের কারণে তৃতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার মার্ক উড। যে কারণে মাহমুদের টেস্ট অভিষেকের একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
২৪ বছর বয়সী হামিদের পরিবার গুজরাট থেকে ইংল্যান্ডে এসে থিতু হয়। ২০১৬ সালে ভারতের বিপক্ষে রাজকোটে অভিষেক হয়েছিল হামিদের। সেই সিরিজে তিনটি টেস্ট খেলার পর ইংলিশ জাতীয় দল থেকে ছিটকে যান এই ওপেনার। তারপর প্রত্যাবর্তন ঘটে লর্ডস টেস্টে।
অন্যদিকে মাহমুদ এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায়। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি বেশি নজর কেড়েছেন। ঘণ্টায় ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বল করার ক্ষমতা আছে এই পেসারের। মাহমুদের দক্ষতার প্রশংসা এর আগে করেছিলেন পাকিস্তানের গতিদানব শোয়েব আখতারও।