আন্তর্জাতিক ডেস্ক
ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশি ব্যক্তি। কয়েক মাস অবস্থানের পর নিজ ভূমিতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে তার আগেই বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পুলিশের হাতে ধরা পড়েন তারা। পুলিশি হেফাজতে রাখার আবেদন করে শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, আটককৃত দুই ব্যক্তির নাম হাসিফ শেখ (৩২) এবং আমিনুর শেখ (২৫)। গোপন সূত্রে তাদের বিষয়ে জানতে পারে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার পুলিশ। খবরের ভিত্তিতে বহিরগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ওই এলাকাতেই গ্রেফতার হয়েছিলেন তিন ব্যক্তি। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, অবৈধপথে ভারতে প্রবেশ করতে বাংলাদেশিদের সাহায্য করেছিলেন তারা।