বিএসডি অনলাইন-
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এনেছে ভারত। আস্তে আস্তে সেখানকার দৈনিক মৃতের সংখ্যা বেশ কমের দিকে যাচ্ছে। বিশেষ করে গেল ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০ এর নিচে নেমে এসেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৪৯৯ জন। খবর এবিপি’র।
এতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১০৮ জন। গেল ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ১৬৪ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২২৯।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী ভারতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬৬৫ জন। যা মোট আক্রান্তের ১.৩৫ শতাংশ।
এদিকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের ভরকেন্দ্র নয়াদিল্লিতে গেল ২৪ ঘণ্টায় একজনও মারা যায়নি। আক্রান্ত হয়েছে মাত্র ৫১ জন।
গেল মে মাসে সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করেছে দিল্লি। সে সময় রাজ্যজুড়ে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছিল। হাসপাতালে ছিল না তিল ধারনের ঠাঁই। হাসপাতালগুলোর অক্সিজেনের মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক রোগীর মৃত্যু হয়েছিল সে সময়।
অবশ্য নয়াদিল্লিসহ বিভিন্ন রাজ্যের করোনার সংক্রমণ নিয়মিত কমছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন মানুষ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানলে যেকোনো সময় সংক্রমণ বেড়ে যেতে পারে।
ভারত ইতোমধ্যে ৪০০ মিলিয়ন তথা ৪০ কোটি মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে। যদিও বেশ কিছু রাজ্যে টিকা শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বিএসডি/মাজিদ