বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। সেখানে করোনার তাণ্ডবে প্রাণ যাচ্ছে হাজারো মানুষের। এই পরিস্থিতির মধ্যে সামনে এলো আরও এক ভয়ংকর তথ্য। জানা গেল, ভারতে এবার করোনার নতুন মারাত্মক ধরণ ‘ডেল্টা প্লাস’ শনাক্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া থেকে এ খবর জানা গেছে।
গতকাল মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেশনের মাধ্যমে নতুন এই ধরণ তৈরি হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ডেল্টা প্লাস বা এওয়াই ওয়ান ভ্যারিয়েন্ট।
এদিকে স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের ৬৩টি জিনোম রয়েছে যার মধ্যে নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেশন উপস্থিত। এ ছাড়া দিল্লির ইনস্টিটিউট অব জেনোমিক্স অ্যান্ড ইন্টেগ্রেটিভ বায়োলজির এক বিজ্ঞানী জানিয়েছেন, দ্রত সংক্রমিত হয় ভ্যারিয়েন্ট প্লাস। এর জন্য ভ্যারিয়েন্ট ভাইরাসের স্পাইক প্রোটিনই দায়ী।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ থেকে অধিক সংক্রামক এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। এই ধরণ মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। তবে এখনও ব্যাপকভাবে না ছড়ানোয় উদ্বেগের কারণ নেই বলে মনে করা হচ্ছে।