আন্তর্জাতিক ডেস্ক:
এবার নাক দিয়ে নেওয়া যাবে এমন টিকা বাজারে আনতে যাচ্ছে ভারত বায়োটেক। মানবদেহে তৃতীয় পর্যায় পরীক্ষার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। কো ভ্যাকসিনের দুটি টিকা গ্রহণ করা ব্যক্তিদের উপরে পরীক্ষা করা হবে এ টিকা। সফল হলে দেশজুড়ে বুস্টার টিকা হিসেবে দেয়া হবে।
শুক্রবার (২৮ জানুয়ারি) ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমোদন দিয়েছে।
ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ৯টি জায়গায় এই তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হবে। ভারত বায়োটেক এই টিকার নাম দিয়েছে বিবিভি-১৫৪।
পরীক্ষা সফল হলে দেশটিতে বুস্টার টিকা দেওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
ভারত বায়োটেক জানায়, কোভিডের প্রধান সংক্রমণের জায়গা নাক, যেহেতু নাক দিয়েই এই ভাইরাস মূলত শরীরে প্রবেশ করে। এই নাকের টিকা নাকে প্রতিরোধ শক্তিকে উদ্দীপ্ত করে এবং কোভিডের সংক্রমণ ঠেকাতে সাহায্য করবে।
তারা আরও জানায়, এই টিকা খুব সহজে নিজে থেকেই নাকের মাধ্যমে নেওয়া যেতে পারে। তাই আলাদা করে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা কর্মীদের প্রয়োজন হবে না।
মানবদেহে এই টিকার পরীক্ষা সফল হলে খুব শিগগিরই নাক দিয়ে নেওয়ার বুস্টার টিকা বাজারে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার
বিএসডি/ এলএল