আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। আজ তাকে এ পদে নিয়োগের ঘোষণা দেয়া হয়। আগামী ১ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। খবর এনডিটিভি।
প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বার্তা সংস্থা এএনআইকে জানায়, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডেকে ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর থেকে প্রথম সেনাপ্রধান হচ্ছেন মনোজ পান্ডে। এর আগে তিনি সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। বিদায়ী সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ৩০ এপ্রিল তার ২৮ মাসের মেয়াদ শেষ করতে যাচ্ছেন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার কোরে কমিশন লাভ করেন মনোজ পান্ডে। জম্মু ও কাশ্মীরের পরাক্রম ও পল্লানওয়ালা সেক্টরে অভিযানে ইঞ্জিনিয়ার্স রেজিমেন্টের নেতৃত্ব দেন তিনি।
বিএসডি/ এমআর