স্পোর্টস ডেস্ক:
মাঠের ক্রিকেটে সাফল্য আসলেও মাঠের বাইরে একেবারেই ভালো সময় যাছে না ভারতীয় ক্রিকেটে। বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর থেকেই চলছে জোর আলোচনা। কোহলিকে অপসরণের জন্য অনেকেই দুষছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। অনেকেই মনে করছেন, এতে কোহলি-রোহিতের সম্পর্কে আরো ফাটল ধরবে। তবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ বিষয়টিকে ‘আশীর্বাদ’ হিসেবে দেখছেন।
হগ তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেছেন, ‘আমি মনে করি এটি একটি আশীর্বাদ। আমি আশা করি তারা যখন তাদের পরবর্তী সফরে যাবে, ড্রেসিং রুম এই দুই বিশেষ খেলোয়াড়ের মধ্যে এই ক্ষুদ্র বিভাজনে কিছু মনে করবে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। বাকি দুই সংস্করণে দায়িত্ব চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। তবে সেই সুযোগ জোটেনি কোহলির কপালে। টেস্টের দায়িত্ব থাকলেও রোহিতের কাছে হারিয়েছেন ওয়ানডের আর্মব্যান্ড। টি-টোয়েন্টির দায়িত্বও পেয়েছেন রোহিত।
হগ মনে করেন, এই পদক্ষেপ কোহলির জন্য আশীর্বাদ। ভারতের টেস্ট অধিনায়ক কোহলি এখন খেলার দীর্ঘতম সংস্করণে তার ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে পারবেন।
পঞ্চাশ বছর বয়সী হগের ব্যাখ্যা, ‘আপনি রোহিত শর্মাকে শুধুমাত্র সাদা বলে খেলা দলের দিকে মনোনিবেশ করতে দিয়েছেন। অন্যদিকে বিরাট কোহলি মনোযোগ দিচ্ছেন টেস্ট ক্রিকেটে। এটা আপনার উপর অনেক চাপ লাগে। আমার মনে হয় বিরাট কোহলির জন্য এটা ভালো হবে। এতে তাদের কর্মক্ষমতা উন্নত হবে, যা গত কয়েক বছরে কিছুটা কমে এসেছে। তিন দলেরই অধিনায়কত্ব করতে গিয়ে যখন চাপে ছিলেন তিনি।’
বিএসডি/এসএসএ