নিজস্ব প্রতিবেদক
যাদের রক্তের বিনিময়ে এ জাতি মাতৃভাষা হিসেবে ‘বাংলা ভাষা’ পেয়েছে তাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশনের। দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রতিবার নির্বাচন কমিশন (ইসি) ভাষা শহীদদের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানালেও এবারের নির্বাচন কমিশনাররা ও সংস্থাটির সচিব শ্রদ্ধা জানাননি।
প্রতিবার নির্বাচন কমিশনাররা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশনের শহীদ মিনারে শ্রদ্ধা জানান। কিন্তু এবার নির্বাচন কমিশনের শহীদ মিনারেও নাসির উদ্দীন কমিশন শ্রদ্ধা জানাননি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
সচিব বলেন, আমার জানা মতে কমিশনাররা শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি।
কেন যাননি– এমন প্রশ্নে তিনি বলেন, আমি যাইনি। তবে নির্বাচন কমিশনাররা ব্যক্তিগতভাবে গিয়েছে কি না সেটা বলতে পারব না।
মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার-হাজার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে-ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। এসময় অনেক বিদেশি নাগরিককে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে।
একুশের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানরা, উপদেষ্টামণ্ডলীর সদস্যরা, কূটনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।